আকাশেই মৃত্যু ইরাকি তরুণীর : বাধ্য হয়েই বিমানের অবতরণ কলকাতা বিমানবন্দরে | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ :-

বিমানে করে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৭ বছরের এক তরুণী। বিমানটি ইরাকের রাজধানী বাগদাদ থেকে চীনের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্ত শেষপর্যন্ত চীনে না অবতরণ করেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হলো বিমান চালককে।

জানা যাচ্ছে, ইরাকি এয়ারওজ় নামক বিমানটিতে ১০০ জন যাত্রী এবং ১৫ জন কর্মী ছিলেন, অবতরণ করার কথা ছিল চীনের গুয়াংঝৌ বিমানবন্দরে, কিন্ত একজন কিশোরী যাত্রী হঠাৎ বিমানের মধ্যেই অসুস্থতা বোধ করেন, অগত্যা নির্দিষ্ট বিমানবন্দরে অবতরন করানোর আধ ঘণ্টা আগেই দ্রুত জরুরি অবতরণ করানো হয়, রাত ১০ টা ১৮ মিনিট নাগাদ কলকাতার বিমানবন্দরে। এয়ারপোর্ট পাবলিক হেল্‌থ অর্গানাইজ়েশনের সদস্যরা সে কিশোরির শারীরিক পরীক্ষা করে দেখতে পারেন তার নারীর স্পন্দন আসছে না, তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে।

হাসপাতালে ভর্তি করার পরেও হাসপাতালের ডাক্তার জানান, তার বিমানের মধ্যেই মৃত্যু হয়েছে, মৃত কিশোরীর নাম ডেকান সমীর আহমেদ, মৃত কিশোরীর সাথে দুজন সহযাত্রী ছিলেন। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছেন এবং ইরাকের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবশেষে ইরাকি এয়ারওজ় নামক বিমানটি মৃত তরুণী এবং তার দুই সহযাত্রীকে রেখেই, বাকি বিমান সহযাত্রীদের নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা দেয়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!