আগামী ২৪ ঘন্টায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : প্রথমস্থানে আলিপুরদুয়ার | The 4th Column

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ: ধস ও বন্যায় ১৭ জনের মৃত্যু, জারি সতর্কতা

নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ সেপ্টেম্বর ২০২৫ –

একটানা ভারী বর্ষণে সম্পূর্ণভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। টানা দু’দিনের প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের জনজীবন থমকে গিয়েছে। পাহাড়ি এলাকায় ধস নেমে বহু গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ। ইতিমধ্যেই দার্জিলিং জেলায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা-সহ একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে, বহু ঘরবাড়ি ধসে পড়ে মানুষজন আশ্রয়হীন। জলদাপাড়ায় হলং নদীর সেতু ভেঙে পড়ায় পর্যটকরা আটকে পড়েছেন। কোচবিহার শহরের অন্তত ২০টি ওয়ার্ড জলমগ্ন। সিকিম, অসম, মেঘালয়েও বৃষ্টির প্রভাব পড়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হলেও, সোমবারও উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং ও কালিম্পঙে ধসের আশঙ্কায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে।
এদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি হয়েছে। এই সময় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!