নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ :-
কেন্দ্রীয় সরকার দেশের কন্যা সন্তানদের সুরক্ষার জন্য একটি স্কিম চালু করেন, যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা।
আগামী অক্টোবর মাস থেকে, এই সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম কানুন কিছু পরিবর্তন আনা হচ্ছে। যে সমস্ত ব্যক্তি এই স্কিমে আবেদন করেছিলেন ও বিনিয়োগ করতেন, তাদের জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এতদিন নিয়ম ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনায় ঠাকুরমা ঠাকুরদা কিংবা অন্য কোনো অভিভাবক একাউন্ট খুলতে পারবেন কিন্ত সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিয়ম করেছেন যে, ঠাকুমা ঠাকুরদা যদি কন্যা সন্তানের লিগ্যাল গার্ডিয়ান না হয়ে থাকে, তবে ঠাকুমা – ঠাকুরদাকে এই স্কিমের অ্যাকাউন্ট লিগ্যাল গার্ডিয়ানের হাতে হস্তান্তর করতে হবে।
অ্যাকাউন্ট হস্তান্তরের কিছু নিয়ম রীতি নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। নিম্নে আলোচনা করা হলো :-
হস্তান্তর করতে হলে যে সমস্ত নথি প্রয়োজন হবে :-
১) কন্যা সন্তানের জন্ম শংসাপত্র
২) কন্যার সাথে লিগাল গার্ডিয়ানের আইনত নথি
৩) অভিভাবকের ব্যাংকের পাশবুক
কিভাবে অ্যাকাউন্ট হস্তান্তর করবেন জেনে নিন :-
১) অ্যাকাউন্ট খুলে ছিলেন যেখানে অর্থাৎ পোস্ট অফিস বা ব্যাংকে সেইখানেই অ্যাকাউন্ট হস্তান্তর করতে হবে। হস্তান্তর করার জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে।
২) অ্যাকাউন্ট হস্তান্তর করা র সময়, যিনি হস্তান্তর করবেন তার স্বাক্ষর থাকতে হবে এবং যাকে হস্তান্তর করা হবে তারও স্বাক্ষর থাকতে হবে।
৩) পোস্ট অফিস বা ব্যাংকের আধিকারিকরা আরও কিছু নথিপত্র খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে হস্তান্তর করে দেবে।
আগামী পয়লা অক্টোবর থেকেই, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পিপিএফ এবং ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। যারা সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে কন্যার নাম অন্তর্ভুক্ত করেছেন, তারা পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে অতিসত্তর যোগাযোগ করুন।