ভেঙ্গে পড়ল সদ্য গড়ে ওঠা আবাসন : আতঙ্কিত আবাসিকরা | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫ :-

তাসের ঘরের ন্যায় ভেঙে পড়ল আস্ত একটা আবাসন। আবাসনের একদিকের অংশ ভেঙে আরেকটির গায়ে পড়তেই এক ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হল বাঘাযতীন এলাকা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভরদুপুরে। হঠাৎ করেই পৌরসভার ৯৯ ওয়ার্ডের বাঘাযতীন এলাকার কয়েক বছর আগেই গড়ে ওঠা ঝা চকচকে আবাসনের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

সেই সময় আবাসনের ভিতরে যারা ছিলেন, অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় এলাকার বাসিন্দারা ছুটে আসেন এবং স্থানীয়রাই খবর দেন পুলিশ ও দমকল বাহিনীকে।

পুলিশ এবং উদ্ধারকারী দল আবাসনের ভিতর থেকে আহত ব্যক্তিদের উদ্ধার শুরু করে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।

সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে জানা যাচ্ছে, ৮ থেকে ৯ বছর আগেই গড়ে উঠেছিল এই আবাসন। কিন্তু কী কারনে কয়েক বছরের মধ্যেই একটি নতুন আবাসন ভেঙ্গে পড়ে, সে ব্যাপারেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আবাসনের নির্মাণ নকশা কী রকম ছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল, সে সমস্ত প্ল্যান সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছেন পৌরসভার কাউন্সিলর।

ঘটনার আকস্মিকতা এতটাই তীব্র ও ভয়ংকর ছিল যে, এলাকাবাসী ও আবাসনের আবাসিকদের মনে তার ছাপ এখনো স্পষ্ট রয়ে গিয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!