নাগালের বাইরে সোনা : মধ্যবিত্তদের পকেটের চাপ বৃদ্ধি | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫ :-

সোনার দাম আবারও বাড়লো, যা মধ্যবিত্তদের পকেটে অনেকটাই চাপ বৃদ্ধি করবে। এদিকে মাঘ মাস আগামীকাল থেকে শুরু হচ্ছে। মাঘ, ফাল্গুন মাস মানে বিয়ের মরশুম। এদিকে সোনার মূল্য ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে।

যে হারে দিন প্রতিদিন সোনার মূল্য ঊর্ধ্বগামী হচ্ছে, তাতে মধ্যবিত্ত মানুষের সোনার হাত ছোঁয়ানো দায় হয়ে উঠেছে।
অন্নপ্রাশন, বিয়েতে সোনার উপহার দেওয়া হোক বা নিজের প্রয়োজনে শুভ অনুষ্ঠানে সোনার অলংকার পরিধানের রীতি রেওয়াজ রয়েছে। তবে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের পক্ষে সোনা কেনা আপাতত অনেকটাই দুষ্কর।

দেখে নেওয়া যাক, আজকের দিনে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার মূল্য কত রয়েছে :-

২২ ক্যারেট সোনার দাম-
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম – ৭ হাজার ৫৭১ টাকা। ১০ গ্রাম সোনার দাম -৭৫ হাজার ৭৭১ টাকা।
১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৫৭ হাজার ৭১০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম –
১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম – ৮ হাজার ২৪৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম – ৮২ হাজার ২৪৭ টাকা।
১০০ গ্রাম সোনার দাম ৮ লক্ষ ২২ হাজার ৪৭০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম –
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম – ৬ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম – ৬১ হাজার টাকার গন্ডি।
১০০ গ্রাম সোনার দাম -৬ লক্ষ টাকা।

দোকানে যাওয়ার আগে একবার এই দামের তালিকায় চোখ বুলিয়ে নিন। যে হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামীতে সোনার দাম যে আকাশছোঁয়া হবে সেটাই বলাই বাহুল্য।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!