তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় মর্মান্তিক দুর্ঘটনা: পদপিষ্ট হয়ে মৃত ৩৮, হাহাকার কারুরে | The 4th Column

তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় মর্মান্তিক দুর্ঘটনা: পদপিষ্ট হয়ে মৃত ৩৮, হাহাকার কারুরে
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ :-

–দক্ষিণী সুপারস্টার বিজয়ের সভায় মৃত্যুর হাহাকার

রাজনীতিতে সদ্য পা রাখা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের জনসভা পরিণত হলো এক মর্মান্তিক শোকের মঞ্চে। শনিবার কারুরে তাঁর দল Tamilaga Vettri Kazhagam-এর জনসভায় পদপিষ্ট হয়ে শিশুসহ ৩৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা নিয়ে গোটা তামিলনাড়ুতে এখন শুধুই হাহাকার। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ১০ জন মহিলা।
জানা গেছে, ৫০ হাজারের বেশি মানুষ প্রিয় অভিনেতাকে দেখতে এসেছিলেন, যদিও প্রশাসনের অনুমতি ছিল মাত্র ১০ হাজার মানুষের জন্য। অভিনেতা ছয় ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছনো মাত্রই বাঁধভাঙা ভিড় বেসামাল হয়ে পড়ে। প্রাথমিক হুড়োহুড়ির পর যখন বিজয় তাঁর প্রচার বাসের উপর উঠে জলের বোতল ছুঁড়তে শুরু করেন, তখন অভিনেতার কাছাকাছি পৌঁছনোর উন্মাদনায় ভিড় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
এই হৃদয়বিদারক পরিস্থিতিতে মাঝপথেই বক্তৃতা থামাতে বাধ্য হন বিজয়। অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুল্যান্সও সভাস্থলে ঢুকতে পারছিল না, ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই মুহূর্তে কারুরের পরিস্থিতি ভয়াবহ, বহু মানুষ এখনও তাঁদের নিখোঁজ প্রিয়জনের খোঁজ পাননি। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, অভিনেতা বিজয় নিজেও নিখোঁজদের খুঁজে বের করতে পুলিশ ও প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। রাজ্যের এই চরম মানবিক বিপর্যয়ে শোকস্তব্ধ সাধারণ মানুষ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!