১০০ ঘন্টা ট্রেন বন্ধ : দুর্ভোগে সাধারণ যাত্রীরা | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫:-

টানা ১০০ ঘণ্টার জন্য বাতিল ট্রেন। শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল কর্তৃপক্ষ। এই খবরে নিত্যযাত্রীদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

প্রায়শই রেললাইন মেরামত বা প্লাটফর্ম-এর বিভিন্ন কাজকর্মের জন্য কয়েক ঘন্টার জন্য ট্রেন বাতিলের খবর এখন জল ভাত হয়ে গিয়েছে। ট্রেন বাতিলের জন্য সবথেকে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। শিয়ালদহ হচ্ছে একটি জনবহুল স্টেশন, যেখান থেকে অগণিত মানুষ কর্মসংস্থানের জন্য এই স্টেশনকেই একমাত্র অবলম্বনের পথ মনে করেন।

জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-ডানকুনি সেকশনে বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভারব্রিজের পুরানো স্টিলের গার্ডার প্রতিস্থাপন করা হবে। এই ব্রিজটি অনেক দিনের পুরনো বলে অনেকটাই ক্ষয়প্রাপ্ত অবস্থায় রয়েছে, যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকার জন্যই খুব দ্রুত এই ব্রিজ মেরামতের কাজে হাত লাগাতে চাইছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।
এই কাজের জন্য দমদম-ডানকুনি সেকশনে আগামী ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত ১০০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে, আর তাই এই ১০০ ঘন্টা কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শিয়ালদহ এবং ডানকুনির মধ্যে ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ২০ জোড়া করে ইএমইউ লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে এছাড়াও ছয় জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল রয়েছে যার মধ্যে রয়েছে – কলকাতা-পাটনা গরীবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জাঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস।

এ ছাড়া কিছু ট্রেনের স্টেশন পরিবর্তন করা হয়েছে, যেমন – উত্তরবঙ্গ শিয়ালদহ পুরি দুরন্ত এক্সপ্রেস শিয়ালদাহ স্টেশনের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। অনুরূপ এই ট্রেন দুটি হাওড়া স্টেশনেই ফিরে আসবে।

এছাড়া কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ শিয়ালদহ রুটের পরিবর্তে দমদম নৈহাটি হয়ে যে ট্রেনগুলি যাবে সেগুলি হল – জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, শব্দভেদী এক্সপ্রেস, নাঙ্গল ড্যাম এক্সপ্রেস, শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ আজমির এক্সপ্রেস, আনন্দ বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, জালিওয়ানবাগ এক্সপ্রেস।

ট্রেন বাতিল ও ট্রেনের গতিপথ পরিবর্তন করার জন্য যাত্রীদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে, তবে যেহেতু ব্রিজের অবস্থা খুবই খারাপ হয়েছিল, তাই দুর্ঘটনা এড়াতে কয়েক দিনের অসুবিধা নিত্যযাত্রীদের পরবর্তী সময়ের জন্য সুবিধা হতে চলেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!