উত্তরপ্রদেশের এসএসসি পরীক্ষার্থীকে গঙ্গা স্নান করিয়ে মোবাইল- টাকাপয়সা নিয়ে চম্পট দুষ্কৃতীর | The 4th Column

উত্তরপ্রদেশের এসএসসি পরীক্ষার্থীকে গঙ্গা স্নান করিয়ে মোবাইল- টাকাপয়সা নিয়ে চম্পট দুষ্কৃতীর
নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৭ সেপ্টেম্বর ২০২৫ :-

— প্রতীকী ছবি

SSC পরীক্ষা দিতে এসে কেপমারির শিকার হলেন উত্তরপ্রদেশের এক পরীক্ষার্থী। নাম আনন্দ কুমার বিন্দ। তিনি রামপুর গোপীগঞ্জের বাসিন্দা। বিভূতি এক্সপ্রেসে হাওড়ায় নেমে লোকাল ট্রেনে হুগলি স্টেশনে যান। সেখানে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়, যিনি তাকে হোটেলে নিয়ে যান। খাবার পর গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় জ্ঞান হারান আনন্দ। জ্ঞান ফিরলে তিনি নিজেকে চুঁচুড়া হাসপাতালে আবিষ্কার করেন। তার মোবাইল এবং টাকা খোয়া গিয়েছে বলে তিনি জানান। এরপর তিনি চুঁচুড়া হাসপাতাল থেকেই হুগলির HETC কলেজে পরীক্ষা দিতে যান।
প্রায় ৯ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষায় ভিনরাজ্যের, বিশেষত বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে বহু পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। হাওড়া, কোচবিহার এবং জয়পুরিয়া কলেজের মতো বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে ১ জন পুলিশ আধিকারিক এবং ৪ জন করে পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে আছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!