বাগুইআটিতে রহস্যময় ট্রলিব্যাগ, উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ
নিউজডেস্ক ,কলকাতা, দ্যা ফোর্থ কলাম,২২ এপ্রিল ২০২৫ :-
ফের একবার রহস্যের ঘনঘটা! ঘোলা, আহিরীটোলার পর এবার বাগুইআটিতে উদ্ধার হল রহস্যময় ট্রলিব্যাগ। মঙ্গলবার সকালে দেশবন্ধু নগরের একটি পাড়ায় নর্দমার পাশে জঞ্জালে পড়ে থাকা ট্রলিব্যাগ থেকে উদ্ধার হয় আনুমানিক ৪৫ বছর বয়সী এক মধ্যবয়স্ক মহিলার মৃতদেহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
সূত্রের খবর অনুযায়ী, এদিন সকাল আটটা নাগাদ এক খবরের কাগজ বিক্রেতা এলাকার একটি নর্দমার পাশে ট্রলিব্যাগটি পড়ে থাকতে দেখেন। ব্যাগের ভিতর থেকে মহিলার চুল দেখতে পেয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন। এরপর স্থানীয় লোকজন এসে ট্রলিব্যাগের ভিতর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। তারা ট্রলিব্যাগটি উদ্ধার করে এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রলিব্যাগটি কোথা থেকে এল এবং এই ঘটনার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাদের চোখেমুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব দিক খতিয়ে দেখছেন এবং খুব শীঘ্রই এই রহস্যের কিনারা করার চেষ্টা করবেন। মৃত মহিলার পরিচয় জানার জন্যেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।