নাবা_লিকাকে ধ_র্ষণ: রানিতলার অভিযুক্তের ২০ বছরের কারাবাস | The 4th Column

নাবা_লিকাকে ধ_র্ষণ: রানিতলার অভিযুক্তের ২০ বছরের কারাবাস

নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১৪ অক্টোবর ২০২৫ :-

— প্রতীকী ছবি

মুর্শিদাবাদ: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানিতলা থানার এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। ২০২৩ সালের এই ঘটনায় বিচার পেয়ে স্বস্তি ফিরেছে ওই নাবালিকার পরিবারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে রানিতলা থানা এলাকায়। অভিযুক্তের নাম কালু শেখ। সে ওই নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করা হয়।
রানিতলা থানার পুলিশ দ্রুত মামলাটির তদন্তে নামে। মামলার দুই তদন্তকারী অফিসার, সাব-ইন্সপেক্টর বলরাম মন্ডল এবং সাব-ইন্সপেক্টর অজয় কুমার রায়, অত্যন্ত নিপুণভাবে তদন্ত প্রক্রিয়া চালান। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর অভিযুক্ত কালু শেখকে গ্রেফতার করা হয়। সময়মতো আদালতে জমা দেওয়া হয় ত্রুটিমুক্ত এবং নিশ্ছিদ্র চার্জশীট।
সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করেছে মহামান্য আদালত। অভিযুক্ত কালু শেখকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা ঘোষণা করা হয়েছে। আদালত তাকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে। আদালতের এই রায়ে বিচার পেল নিগৃহীতা নাবালিকা। কঠিন অপরাধের কঠোর শাস্তি হওয়ায় সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেছে।
মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের জন্য মুর্শিদাবাদ পুলিশ জেলার ভূমিকা প্রশংসিত হয়েছে। তদন্তকারী অফিসারদের দক্ষতার কারণেই দ্রুত চার্জশীট জমা দেওয়া সম্ভব হয়েছিল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!