নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ নভেম্বর ২০২৪ :-
রাস্তার পাশে বসে থাকা কয়েকজন ব্যক্তির গায়ে উল্টে গেল মদ বোঝাই পিকাআপ ভ্যান। এই দুর্ঘটনায় আহত চার জন এবং মৃত দুইজন ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পান্ডুয়ার বৈঁচিতে। বৈঁচির নুনিয়াডাঙ্গা সংলগ্ন এলাকার গুড়াপ কালনা রোডের পাশে থাকা একটি চায়ের দোকানে বসে ৬ জন ব্যক্তি তাস খেলছিলেন। ঠিক সেই সময় তাদের গায়ের উপর মদ বোঝাই গাড়িটি উল্টে যায়।
জানা যাচ্ছে, মদ বোঝাই পিকআপ ভ্যানটি পান্ডুয়া থেকে কালনা রোডের দিকে যাচ্ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে উল্টে যায় গাড়িটি। এর ফলে চায়ের দোকানে বসে তাস খেলতে থাকা ৫ জন ব্যক্তি আহত হন। ১ জন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। প্রথমদিকে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারকার্যে হাত লাগালেও পরে পান্ডুয়া থানায় খবর দেওয়া হয়। ঘটনার খবর পুলিশ এসে ৫ জনকে পান্ডুয়া হাসপাতাল নিয়ে যেতে তাদেরকে চুঁচুড়া হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সেই হাসপাতালেই ১ জনের মৃত্যু হয়, বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, মৃত ব্যক্তিদের নাম দীপক সরকার ও হীরালাল রায়।
পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।