র/ক্তাক্ত গনেশ পূজা আঙিনা : সামান্য ব_চসায় গ//লার ন//লি কে//টে খু//ন
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২৯ আগস্ট ২০২৫ :
— প্রতীকী ছবি
লিলুয়ার পটুয়া পাড়ায় গণেশ পুজোর রাতে বচসার জেরে এক যুবককে খুনের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল গভীর রাতে এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। তাকে আজ হাওড়া আদালতে তোলা হবে।
জানা গেছে, স্থানীয় শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজো উপলক্ষে রাতে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। রাত আনুমানিক ১২টা নাগাদ ক্লাবের ছেলেরা যখন খাওয়া শুরু করেন, তখন তারা দেখতে পান স্থানীয় যুবক অমিত রায়চৌধুরী এক তরুণকে মারধর করছে।
২৬ বছর বয়সী যুবক সৌভিক দত্ত তখন ওই ছেলেটিকে বাঁচাতে এগিয়ে যান। এতে অমিতের সঙ্গে তার তীব্র বচসা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অমিত পকেট থেকে একটি ছুরি বের করে সৌভিকের ওপর হামলা করে। সে সৌভিকের গলার নলি কেটে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সৌভিক।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত টি এল জয়সোয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে খুনে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পটুয়া পাড়ার বাসিন্দারা স্তম্ভিত এবং তারা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।