নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ লা মে ২০২৫ :-
বর্তমানে সোনার মূল্য এতটাই আকাশছোঁয়া যে, সোনার অলংকারে হাত দেওয়াই যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বিগত এক দু মাসে সোনার দামের এতটাই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল, যে ১০ গ্রাম সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল।
খুশির খবর এই যে, অক্ষয় তৃতীয়ার ঠিক পরের দিন থেকে অর্থাৎ ১লা মে, বৃহস্পতিবার থেকে এক লাফে সোনার মূল্য ২০০০ টাকা কমে গিয়েছে।
কলকাতায় বর্তমানে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার মূল্য কত করে রয়েছে, সেটা একবার দেখে নেওয়া যাক :-
২২ ক্যারেট সোনার মূল্য :-
২২ ক্যারেট ১ গ্রাম সোনার মূল্য ৮,৭৭৫ টাকা হয়েছে। গতকাল দাম ছিল ৮,৯৭৫ টাকা। অর্থাৎ ১ গ্রামে দাম কমেছে ২০০ টাকা।
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার মূল্য ৮৭,৭৫০ টাকা হয়েছে। গতকাল দাম ছিল ৮৯,৭৫০ টাকা অর্থাৎ, প্রতি ১০ গ্রামে ২০০০ টাকা কমেছে।
২৪ ক্যারেট সোনা :-
প্রতি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার মূল্য ৯,৫৭৩ টাকা হয়েছে।
গতকাল দাম ছিল ১ গ্রামের ৯,৭৯১ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ২১৮ টাকা কমেছে।
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার মূল্য ৯৫,৭৩০ টাকা হয়েছে।
গতকাল দাম ছিল ৯৭,৯১০ টাকা অর্থাৎ, প্রতি ১০ গ্রামে ২১৮০ টাকা কমেছে।
বর্তমানে রয়েছে বিয়ের মরশুম, এছাড়াও বিপদে-আপদে সোনা কিনে রাখাটা অনেকটা ভরসার জায়গা হয়ে থাকে। এরফলে সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতারা উভয়ই উপকৃত হবেন।