নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, দক্ষিণ চব্বিশ পরগনা , ২৬ মার্চ ‘ ২০২৫ :-
—- প্রতীকী ছবি
দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালা মোড়ের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১৪ বছর বয়সি সুপ্রভা মিস্ত্রি নামে ওই স্কুলছাত্রীর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টোটোটিতে চালক সহ মোট চারজন যাত্রী ছিলেন। তা সত্ত্বেও টোটোটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টোটোটি উল্টে যায় এবং সুপ্রভা তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে টোটোর নিচ থেকে সুপ্রভাকে উদ্ধার করেন। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত সুপ্রভা মিস্ত্রি বাসন্তীর একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। প্রতিদিনের মতো আজও সে টোটোয় চড়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। কিন্তু বেপরোয়া গতির কারণে চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ইতিমধ্যেই মৃত ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বেপরোয়া গতির জন্য টোটো চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা টোটোর বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।