আলিপুরদুয়ার ডিভিশনে ছন্দে ফিরছে রেল পরিষেবা, চালু হলো ডুয়ার্স রুট; মেইন লাইনে বিলম্ব | The 4th Column

আলিপুরদুয়ার ডিভিশনে ছন্দে ফিরছে রেল পরিষেবা, চালু হলো ডুয়ার্স রুট; মেইন লাইনে বিলম্ব

নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৬ অক্টোবর ২০২৫ :-

— প্রতীকী ছবি

প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি কাটিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকে ফের চালু করা হয়েছে ডুয়ার্স রুটের রেলপথ। এর ফলে আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কাঞ্চনকন্যা সহ ১৬ জোড়া ট্রেন পুরোনো রুটেই
ডুয়ার্স রুট খুলে দেওয়ায় আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদহ গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস সোমবার থেকে তার পুরোনো রুটেই যাতায়াত করছে। মাদারিহাট, লাটাগুড়ি এবং মালবাজার জংশন হয়ে যে সমস্ত যাত্রী ও পর্যটকরা ডুয়ার্সে যাতায়াত করেন, তাঁদের আর সমস্যায় পড়তে হবে না।
এছাড়াও, ওই নির্দিষ্ট ডুয়ার্স রুট ধরে যাতায়াতকারী দূরপাল্লার মোট ১৬ জোড়া ট্রেন ফের স্বাভাবিকভাবে চলতে শুরু করায় রেলের যাত্রী পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে।
মেইন লাইনে ভোগান্তি, ৮-১০ ঘণ্টা দেরিতে চলছে ট্রেন
তবে, নিউ কোচবিহার থেকে ফালাকাটা হয়ে নিউ জলপাইগুড়ি যাওয়ার মেইন রুটে এখনও রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। বেতগাড়া স্টেশনে আপ লাইনের নিচে মাটি ধসে যাওয়ার কারণে সোমবারও ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
এই অসুবিধার কারণে সোমবারও আপ ও ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেনগুলি নিউ কোচবিহার ভায়া মাথাভাঙা ও জলপাইগুড়ি রোড ওয়াই চ্যানেল রুট দিয়ে চালাতে বাধ্য হচ্ছে রেল। এর জেরে নির্ধারিত সময়ের তুলনায় ট্রেনগুলি কমপক্ষে ৮ থেকে ১০ ঘণ্টা বিলম্বে চলছে, যার জন্য যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
রেলের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত মেরামতের কাজ চলছে এবং মঙ্গলবার দুপুরের পর থেকে ওই রুটেও রেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে।
প্যাসেঞ্জার ট্রেন বাতিল
এছাড়াও, বামনহাট, আলিপুরদুয়ার জংশন ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতকারী প্যাসেঞ্জার ট্রেনগুলি মঙ্গলবার পর্যন্ত বাতিল করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই বিষয়ে বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও রেলের নিজস্ব রক্ষণাবেক্ষণের কাজের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডুয়ার্স রুট বন্ধ রাখা হয়েছিল। সোমবার দুপুরের পর থেকে ওই রেলপথ খুলে দেওয়া হয়েছে। আর মেইন রুটে বেতগাড়া স্টেশনে যে বিপত্তি ঘটেছে, তাও মঙ্গলবার থেকে স্বাভাবিক হয়ে যাবে। রেলের যাত্রী পরিষেবায় ব্যঘাত ঘটায় আমরা দুঃখিত।”

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!