নোনাই নদীর বাঁধের অবস্থা উদ্বেগজনক: আলিপুরদুয়ারে বড় ভাঙনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ নং ব্লকের অন্তর্গত বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ১২/১৬০ এবং ১২/১৬১ নম্বর বুথের ঠিক পাশে অবস্থিত এই বাঁধের একাধিক অংশে ভয়াবহ ফাটল এবং ধস দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের ভাঙন দেখা দেওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোনাই নদীর বাঁধের যে অংশগুলিতে ফাটল ও ধস নেমেছে, তা বর্তমানে বিপজ্জনক রূপ নিয়েছে। এই দুর্বল অংশগুলি বর্ষার মরশুমে নদীর জল বাড়লে বড় ধরনের ভাঙনের কারণ হতে পারে। ফলে পার্শ্ববর্তী এলাকাগুলিতে বন্যা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
নদী বাঁধ ভেঙে গেলে এই অঞ্চলের বহু গ্রাম জলমগ্ন হবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা ও কৃষিক্ষেত্রে। এই পরিস্থিতি বিবেচনা করে, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং বাঁধের স্থায়িত্ব বজায় রাখতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় প্রতিনিধিরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। বাঁধের বিপজ্জনক অবস্থা সম্পর্কে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে অবিলম্বে ভাঙনপ্রবণ অংশগুলির মেরামতের কাজ শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি গুরুতর। যেকোনো বড় ধরনের দুর্ঘটনার আগে সেচ দপ্তর যেন দ্রুত স্থায়ী মেরামতের কাজ শুরু করে। যত দ্রুত সম্ভব বাঁধের ফাটল ভরাট করা এবং ধস নামা অংশগুলিকে মজবুত করা প্রয়োজন, যাতে আসন্ন বর্ষা বা নদীর জল বাড়লে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সেচ দপ্তর সূত্রে খবর, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টির গুরুত্ব খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।