নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ :-
কয়েকদিনের অপেক্ষা মাত্র শারদ উৎসবের। উৎসবের মুখে খুশির খবর এই যে, সোনার দামের অনেকটাই পতন ঘটেছে। কিছুদিন আগেও, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল, এমনকি গনেশ চতুর্থীর সময়ও সোনার দাম ছিল আকাশ ছোঁয়া। তবে, খুশির খবর এই যে, বিশ্বকর্মা পূজোর পর পরই হঠাৎ করে সোনার দামের পতন ঘটেছে।
পুজোর সম্মুখে আপনারা যারা সোনা কিনবেন ভাবছিলেন তাদের জন্য একেবারে সোনায় সোহাগা!
একবার বাজারে যাওয়ার আগে মিলিয়ে নিন আজকের দিনে কত করে যাচ্ছে সোনার মূল্য?
২২ ক্যারেট সোনার মূল্য :-
২২ ক্যারেট ১ গ্রাম সোনার মূল্য ৬৮৫০ টাকা।
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার মূল্য ৬৮ ৫০০ টাকা।
১০০ গ্রামের দাম রয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার টাকা।
আগের থেকে গ্রাম প্রতি ১৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে সোনা।
২৪ ক্যারেট সোনার মূল্য:-
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার মূল্য রয়েছে ৭৪৭৩ টাকা।।
১০ গ্রাম সোনার মূল্য রয়েছে ৭৪৭৩০ টাকা।
১০০ গ্রামের মূল্য রয়েছে ৭ লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা।
আগের থেকে সোনার মূল্য গ্রাম প্রতি ১৬০০ টাকা কমেছে।
১৮ ক্যারেট সোনার মূল্য:-
১৮ ক্যারেট ১ গ্রাম সোনার মূল্য রয়েছে ৫৬০৫ টাকা।
১০ গ্রাম সোনার মূল্য রয়েছে ৫৬৫০ টাকা।
১০০ গ্রাম সোনার মূল্য রয়েছে ৫ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। আগের থেকে প্রায় ১২০০ টাকা দাম কমেছে।
শুধু সোনা নয়, রুপোর মূল্যেও কিছুটা দাম কমেছে।
১০০ গ্রাম রুপার মূল্য রয়েছে ৯১০০ টাকা। ১ কেজি রুপার মূল্য রয়েছে ৯১ হাজার টাকা। রুপার মূল্য প্রায় ১ হাজার টাকার মতন কম রয়েছে আজকের দিনে।
তাই, আর দেরি না করে সোনা বা রুপার অলংকার কিনে নিন। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করাই ভালো।