নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর ২০২২ :-
শারদ উৎসবের আর কয়েকটা দিন মাত্র বাকি। প্রত্যেক বছর রাজ্য সরকার রাজ্যের পূজা কমিটিগুলোকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়ে থাকে । অন্যান্য বছর এই সময়েই, দুর্গাপুজোর মন্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা বানানো সব কিছুরই তোড়জোড় চলতে থাকে। তবে এই বছর যেন সম্পূর্ণ অন্যরকম। আরজিকর হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে যে প্রতিবাদ উঠছে রাজ্যের সকল স্তরের মানুষদের মধ্যে, তার মধ্যে আসন্ন দুর্গাপূজার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান ফিরিয়ে দেওয়ার মাধ্যমেও প্রতিবাদ করছেন পূজা কমিটিগুলো।
এখনো পর্যন্ত কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোর বেশ কয়েকটি পূজা কমিটি রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দিয়েছে। এবার সেই পুজো কমিটি গুলোর মতনই একই পথে হাঁটলেন কাঁথির দুর্গা বাড়ির মহিলা সমিতি।
১২০ জন মহিলা সদস্যকে নিয়ে এই দুর্গা বাড়ির মহিলা সমিতি তৈরি হয়েছে। তারা জানিয়েছেন, এইবার তারা রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা অনুদান ফিরিয়ে দিয়েছেন এবং তার জন্য নিয়ম মেনেই রাজ্য সরকারকে জানিয়েছেন লিখিত আকারে। মহিলা সমিতির বক্তব্য অনুযায়ী, এই রাজ্যে মহিলারা যখন সুরক্ষিত নয়, একজন কর্তব্যরত ডাক্তারকে তার কর্মস্থলে ধর্ষণ ও খুন হতে হয়, একমাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও কোনো অপরাধীর বিচার হয়না, সেই রাজ্যে এইবছর দুর্গা পূজার আড়ম্বরের প্রয়োজন নেই।
মহিলা সমিতির কথা অনুযায়ী, তারা তাদের যৎসামান্য নিজেদের টাকা ছাড়াও, পাড়ায় চাঁদা তুলে নিয়ম করে পূজা করতে চায়। পরের বছরের দুর্গাপূজার আগে যদি এই নৃশংস ঘটনার বিচার হয়, তবেই তারা পরের বছর অনুদান নেবেন। সেক্ষেত্রে, রাজ্য সরকার যদি আগামী বছর অনুদান নাও দিতে চায়, তাহলে তাতেও তাদের কোনো সমস্যা নেই।
মোদ্দা কথা, আগে নারীর সম্মান আর এই অমানবিক ঘটনার বিচার, তারপরে রাজ্য সরকারের অনুদান।